ঢাকাSunday , 28 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে প্রথম জয়ের উপায় খুঁজছে সিলেট

Sahab Uddin
January 28, 2024 6:40 pm
Link Copied!

কখনও বোলিংয়ে ব্যর্থতা, কখনও ব্যাটিংয়ে। চলতি আসরে তিন ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ পায়নি সিলেট স্ট্রাইকার্স। কঠোর অনুশীলনের পরেও ঘুরে দাঁড়াতে পারছে না তারা। তবে এবার কৌশলী হয়ে পরের ম্যাচে নজর রাখছে সিলেট।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে সিলেট। যদিও সেটি ঐচ্ছিক অনুশীলন ছিল এবং দলীয় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সেখানে উপস্থিত ছিলেন না।

টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো মুহূর্তেই খেলার বাঁক বদল হতে পারে। বিশেষ করে খেলার গতিপথ কোনো একক কারণেই পরিবর্তন হতে পারে। এই কথার সঙ্গে সুর মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘বিপিএল অনেক ব্যস্ত টুর্নামেন্ট। এখানে প্রস্তুতি সেভাবে নেয়া যায় না। আর এই খেলায় ছন্দটা খুব প্রয়োজন। যেটা আমরা এখনো পাইনি। তবে আশা করি, পরবর্তী ম্যাচ থেকে সেটি পাব। ক্রিকেটাররা অনুশীলনে খুব চাঙ্গা রয়েছে, মজা করছে। আমরা চেষ্টা করছি ছন্দ ধরে ভালো কিছু বের করতে।’
অনুশীলনের বিষয়ে নাফিস বলেন, ‘আজকে আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। এখানে যাদের দরকার ছিল তারা আসছে। যাদের বিশ্রামের প্রয়োজন ছিল তারা বিশ্রাম নিয়েছে। এখানে ফিজিও রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, যাদের বিশ্রাম নেয়া দরকার তারা নিয়েছে।’

এদিকে উইকেট ভালো হোক আর খারাপ, সেসব নিয়ে ভাবতে চান না সিলেটের ম্যানেজার। তিনি বলেন, ‘আমি এমন একটা ব্যক্তি যে উইকেটের খুব একটা দোষ দেই না। যেহেতু ক্রিকেট খেলতে হবে এবং এখানে পেশাদাররা খেলে, তো এখানে মানিয়ে নেয়াটা খুব জরুরি। সবশেষ ম্যাচে ১৩০ রান আমাদের চেজ করা উচিত ছিল। উইকেট যেমনই হোক আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমরা পরবর্তীতে সকলে মিলে এই বিষয়ে কথা বলেছি। আমরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী এবং সামনের ম্যাচগুলো ভালো খেলতে চাই।’

সিলেট যে ম্যাচগুলো হেরেছে সেগুলোতে জয়ের সম্ভাবনা ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি বলেন, ‘গত যে তিনটা ম্যাচ আমরা হেরেছি সেগুলো হয়তো আমাদের অনুকূলে ছিল। আমরা নিজেদের কাজে লাগাতে পারিনি। ছোট ছোট ভুলের কারণে আমরা পিছিয়ে গেছি। ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণে কঠোর পরিশ্রম করছে এবং আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে খেলোয়াড়দের যথেষ্ট পরিমাণে বিশ্রামে রাখতে যাতে তারা মাঠে সেরাটা দিতে পারে।’

গতবারের ফাইনালিস্ট হিসেবে সিলেটকে নিয়ে এবারও ভক্তরা স্বপ্ন দেখেছিল। অনেকেই ভেবেছিলেন দলে বড় বড় তারকা ক্রিকেটার নেয়া হতে পারে। তবে ভক্তদের প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় নিতে দেখা যায়নি সিলেটকে।

এই বিষয়ে নাফিস ইকবাল বলেন, ‘আমরা জানি প্রতিটি দলের নির্দিষ্ট বাজেট থাকে। তাছাড়া দলের যে বকেয়াগুলো থাকে সেগুলো যেন ঠিক সময়ে দিয়ে দেয়া হয়। এ কারণে অনেক সময় ওই বাজেট হিসেবে দল গঠন করতে হয়। আমি বলব আমাদের দলের ব্যালেন্সটা খুব ভালো। বড় নামের দিক থেকে যদি চিন্তা করা হয়, হ্যাঁ, আমরা বড় নামের খেলোয়াড়কে সেভাবে আনিনি। কিন্তু অন্য দিক থেকে যদি চিন্তা করেন আমাদের দলের ব্যালেন্সটা খুব ভালো। যদি পরের ম্যাচগুলো জিততে পারি তাহলে আমাদেরকেও ওইভাবে বড় দল হিসেবে ধরে নেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।