আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন এটি। এই মৌসুমে দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ একটি সুযোগ প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফাইড ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবি’র নতুন সভাপতি দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের বিপিএলে দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাঠে থাকা দর্শকদের জন্য র্যাফেল ড্র’র মাধ্যমে প্রতিদিন একটি করে ই-বাইক পুরস্কার দেয়ার ঘোষণা এসেছে।
কিভাবে ই-বাইক জেতা যাবে? : লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডেতে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি রেভো ই-বাইক।
প্লেঅফ ম্যাচগুলিতে পুরস্কারের সংখ্যা আরও বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।