দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে বিপিএলের আরেক নাম বিতর্ক। বিশ্বের আর সব দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানে এগিয়েছে, গত দশ বছরে সেখানে কেবলই পিছিয়েছে বিপিএল। কিন্তু ফারুক আহমেদের বোর্ডে নতুন কিছু প্রত্যাশা করা হচ্ছে। বিসিবির নতুন সভাপতি জানিয়েছেন, বিপিএলের জন্য কিছু পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বিসিবি কার্যালয়ে এসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। শুরুতে ফারুক জানিয়েছেন, প্রধান উপদেষ্টার আইডিয়ার কথা, ‘বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের একদিন সময় দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে। আমরা তার সঙ্গে বোর্ড থেকে…যারা কাজ করে…বিপিএল নিয়ে দুজন কর্মকর্তা, আমাদের ক্রীড়া উপদেষ্টা, ওনার সঙ্গে যারা আছেন সবাই বসেছি। আমরা কিছু চমৎকার আইডিয়া পেয়েছি। সেগুলো নিয়ে আমার বিপিএল টিম কাজ করেছে।’
প্রধান উপদেষ্টার পরামর্শগুলোর প্রেজেন্টেশন দেখতে মূলত আজ রবিবার বিসিবি কার্যালয়ে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘এ ব্যাপারে আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছি। আপনারা জেনে অবাক হবেন, একটি টুর্নামেন্টে কত কিছু প্রবেশ করানো যায়। তবে এটাও বলবো, আমাদের এই মেয়াদে হয়তো এটা প্রথম, কিন্তু অত্যন্ত চমৎকার কিছু আইডিয়া আছে, যেগুলো আমরা চেষ্টা করবো বাস্তবায়ন করতে।’
বিশ্বের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার আগেও প্যারিস অলিম্পিক বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রধান উপদেষ্টার পরামর্শগুলো বিপিএল ইনপুট আকারে দিতে চান ক্রীড়া উপদেষ্টা আফিস।
ফারুক আহমেদ বলেছেন, ‘বিসিবি-ই এখানে বড় অংশটা রাখবে। আমার মনে হয়েছিল, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, তিনি এখানে আসার আগেও যে অলিম্পিক হয়েছে, সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন। এ রকম একটা টুর্নামেন্টে তার সে অভিজ্ঞতা ও রিসোর্সটা যদি ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। সে জায়গা থেকে আমি বিপিএল আয়োজক দল যারা আছে, তাদের সঙ্গে একটু সময় দিতে স্যারকে অনুরোধ করেছিলাম।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।