শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল ৬ ক্যাটাগরিতে। শঙ্কা থাকলেও নিলামে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজার মতো সিনিয়র ক্রিকেটার।
তবে অবাক করার মতো খবর হলো ড্রাফটে ‘অবিক্রিত’ মোসাদ্দেক হোসেন সৈকত ও মুমিনুল হকের মতো ক্রিকেটাররা। এই নিয়ে টানা দুই আসরেই ড্রাফটে অবিক্রিত থেকে গেলেন মুমিনুল, প্রথমবার ড্রাফটে দল পেলেন না মোসাদ্দেক হোসেনও।
বিসিবির প্রকাশিত দেশি ক্রিকেটারদের তালিকায় ক্যাটাগরি ‘সি’–তে ছিলেন তারা। সেখানে থাকা ২২ জনের মধ্যে এ দুজনই কেবল দল পাননি। মুমিনুল অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্ট ফরম্যাটে খেলেন বিধায় তারটা অনুমেয় ছিল। আগের আসরেও তিনি ড্রাফটে দল না পাওয়ার পর রংপুর রাইডার্স আসরের মাঝপথে স্কোয়াডে যুক্ত করে। তবে খেলেছিলেন মাত্র এক ম্যাচ।
এছাড়া একই ক্যাটাগরি ‘সি’–তে থাকা মোসাদ্দেক হোসেনও ড্রাফট শেষে অবিক্রিত রয়েছেন। সর্বশেষ আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যদিও এবার দলটি নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে। গত আসরে অলরাউন্ডার মোসাদ্দেক ৯ ম্যাচ খেলে বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।