কে হবেন এবারের বিপিএল সেরা ক্রিকেটার? সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এবার টুর্নামেন্ট সেরার দৌড়ে একক আধিপত্য নেই কারো। সুযোগ একাধিক ক্রিকেটারের। যেখানে দু’ফাইনালিস্ট বরিশাল-চিটাগংয়ের ক্রিকেটার ছাড়াও নিয়মিত পারফর্ম করা খুলনা, রাজশাহীর মেহেদি, নাঈম, তাসকিনরাও পিছিয়ে নেই।
খুলনা টাইগার্স ফাইনাল খেললে মেহেদি হাসান মিরাজের টুর্নামেন্ট সেরার পুরস্কার প্রায় অবধারিত ছিল। অধিনায়কত্বে মুন্সিয়ানার পাশাপাশি ব্যাটে-বলে সমান পারদর্শী ছিলেন এ স্পিন বোলিং অলরাউন্ডার। ১৪ ম্যাচে ১৩ উইকেট আর ব্যাট হাতে ৩৫৫ রান বলছে সে কথা। কিন্তু কোয়ালিফায়ার থেকে দল বাদ পড়ায় সুযোগ মিলেছে একাধিক ক্রিকেটারের।
সতীর্থ নাঈম শেখ আছেন সেই রেসে। সাড়ে ৪৩ গড়ে ৫১১ রান নিয়ে আসরের সর্বোচ্চ স্কোরার নাঈম। ফাইনাল বাকি থাকলেও অবিশ্বাস্য কিছু না হলে এ ওপেনারের কীর্তি অক্ষত থাকছে। ১ সেঞ্চুরির সঙ্গে তিন হাফ সেঞ্চুরিও আছে এনসিএল টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের।
খুলনাতো তবুও খেলেছে প্লে অফ। কিন্তু রাজশাহী বাদ পড়েছে লিগ পর্ব থেকেই। তবুও সে দলের এক বোলার কেড়ে নিয়েছেন স্পটলাইট। সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে এক আসরের সর্বোচ্চ ২৫ উইকেট শিকারী তাসকিন আহমেদ। শুধু তাই নয় বিপিএল ইতিহাসের সেরা বোলিং করে টুর্নামেন্ট সেরার যোগ্য দাবিদার ঢাকা এক্সপ্রেস।
মূলত দলগত পারফরম্যান্সের দৃষ্টান্ত রেখে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্ট সেরার রেসে কিছুটা পিছিয়ে এ দু’দলের ক্রিকেটাররা।
এর মাঝে ব্যতিক্রম তামিম ইকবাল। অধিনায়কত্বের সঙ্গে ৩৫৯ রান দেশ সেরা ওপেনারকে আলোচনায় রাখছে। বরিশালকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে পারলে তামিমের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠতেও পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।