রাতের ম্যাচে অতিরিক্ত শিশিরের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ফরচুন বরিশালের ব্যাটার কাইল মায়ার্স। শিশিরের প্রভাবের মাঝেও ভালো ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছেন তিনি।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মায়ার্স বলেন, ‘আপনি যখন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন তখন সারা বিশ্বে প্রায় একই ধরনের কন্ডিশনেই খেলে থাকেন। পেশাদার হিসাবে আপনাকে এটির সাথে মানিয়ে নিতে হবে। শিশির থাকলে ফিল্ডিং বা বোলিংয়ের ক্ষেত্রে এটি সহজ কাজ নয়। তাই টস হবে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘যে কোন দিন আপনি যদি প্রথমে ব্যাটিং বা বোলিং করেন করেন তাহলে আপনাকে সেরা পারফরমেন্সই করতে হবে। যদি আপনি আপনার সেরা ক্রিকেট খেলেন তাহলে এটি খুব সহজ হবে।’
জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিলো বরিশাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটের জয় পায় তারা। কিন্তু নিজেদেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় বরিশাল। রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে পরাজিত হয় তামিম-মুশফিকরা।
কাল থেকে সিলেটে শুরু হওয়া বিপিএলের প্রথম দিনই মাঠে নামবে বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে ফিরতি লিগে রাজশাহীর মুখোমুখি হবে তারা।
দুই ম্যাচে সমান এক জয় ও হার নিয়ে মায়ার্স বলেন, ‘এটি নতুন মৌসুম, একটি নতুন দল। আমাদের দারুণ একটি দল আছে। আমরা যেভাবে খেলতে চাই সেভাবে সবসময় হবে না। কিন্তু এটা ক্রিকেট, এমনটা ঘটে এবং যে কারো সাথেই হতে পারে। কোন না কোন সময় নড়বড়ে হয়ে পড়ে বিশ্বের সেরা দলগুলোও।’
তিনি আরও বলেন, ‘আমাদের দ্রুত বুঝতে হবে আমরা কোথায় ভুল করেছি এবং যত দ্রুত সম্ভব এটি সমাধান করার চেষ্টা করতে হবে।’
অধিনায়ক তামিম ইকবাল হারের পর শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান মায়ার্স। তিনি বলেন, ‘টুর্নামেন্টে ভুল হতে পারে, বিশেষ করে শুরুতেই। অধিনায়ক যেমনটা বলেছেন আমরা এখনও আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই, গত বছরের খেলোয়াড়রা এখানে আছে। কিন্তু এখানে নতুন খেলোয়াড়রও আছে। শুধু ভারসাম্য খুঁজতে হবে, সেরা একাদশ খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং সেরা ক্রিকেট খেলতে হবে, যেমনটা আমরা পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।