ঢাকাFriday , 24 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের বাকি ম্যাচ খেলবেন না ইমন

BDKL DESK
January 24, 2025 10:24 pm
Link Copied!

এখনও এক টাকাও পারিশ্রমিক পাননি চিটাগং কিংসের ওপেনার পারভেজ হোসেন ইমন। চেক হাতে পেয়েছিলেন ঠিকই তবে অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক থেকে দুই দফা শূণ্য হাতে ফিরেছেন জাতীয় দলের এ ওপেনার। বিসিবিকে মৌখিকভাবে অভিযোগও করেছেন ইমন। দল থেকে বেরও হয়ে গেছেন তিনি। কোন ব্যাখ্যা না দিলেও, টাকা না দেবার কথা স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী।
একের পর এক অনিয়মে ক্ষত বিক্ষত বিপিএলের এবারের আসর। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীকে নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সে তালিকায় যোগ দিলো চিটাগং কিংস।

চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় এসেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। তবে দলের সঙ্গী হননি ওপেনার পারভেজ হোসেন ইমন। চ্যানেল 24 এর কাছে জানিয়েছেন এখনও এক টাকাও পারিশ্রমিক পাননি জাতীয় দলের এ ক্রিকেটার। বুধবার ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক পেয়েছিলেন তিনি, তবে পরপর দুই দিন ব্যাংকে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। দুই দফা চেক বাউন্স করায় হতাশ পারভেজ ইমন।

বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছেন টাইগার ওপেনার। শনিবার বোর্ড সভার আগে লিখিত অভিযোগ করবেন পারভেজ ইমন। টাকা না পেলে চিটাগংয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে রাজি নন জাতীয় দলের এ ক্রিকেটার। তবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবেন।

পারভেজ ইমনকে যে এখনও পারিশ্রমিকের এক টাকাও দেয়া হয়নি তা স্বীকার করেছেন চিটাগং কিংসের র্ক্ণধার সামির কাদের চৌধুরী। তবে কেনো দেয়া হয়নি তার কোন ব্যাখ্যা দিতে চাননি তিনি।
এর আগে দলটির লঙ্কান রিক্রুট বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক নিয়ে গুঞ্জন ওঠেছিলো। গণমাধ্যমে প্রচার হবার পর তড়িঘড়ি করে কিছু টাকা দিয়ে বিদেশি ক্রিকেটারের মুখ বন্ধ করে চিটাগং কিংস।

বিপিএলের শুরু থেকেই চিটাগং কিংসের অব্যবস্থাপনা প্রকাশ পেয়েছে। এবার পারিশ্রমিক ইস্যুতে টুর্ণামেন্টকে আরও দূষিত করলো ফ্র্যাঞ্চাইজিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।