ঢাকাSunday , 24 September 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট রোববার

Sahab Uddin
September 24, 2023 12:21 pm
Link Copied!

দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নতুন দলে নাম লিখিয়েছেন; এ খবর চাউর হয়েছে আগেই। ফরচুন বরিশাল ছেড়ে সাকিব রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন আগেই। একইভবে খুলনা টাইগার্সের মায়া ত্যাগ করে তামিম ইকবালের নতুন গন্তব্য ফরচুন বরিশাল।

এর বাইরে শীর্ষ তারকাদের কে কোন দলে? ভিনদেশি নামি ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের কারা খেলবেন এবারের বিপিএলে? তা জানা যাবে আগামীকাল রোববার। বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে এদিন। পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে রোববার দুপুর ১২ টায় শুরু প্লেয়ার্স ড্রাফট।

৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটার ৬ ক্যাটাগরিতে অংশ নেবেন এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৮০ লাখ টাকা। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুশফিকুর রহিমই আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এছাড়া ৪ জন আছেন ‘বি’ ক্যাটাগরিতে (পারিশ্রমিক ৫০ লাখ)। ১৮ জনকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে (৩০ লাখ)। ৩১ ক্রিকেটার আছেন ‘ডি’ ক্যাটাগরিতে (২০ লাখ)। ৭৫ জন আছেন ‘ই’ক্যাটাগরিতে (১৫ লাখ), এফ ক্যাটগারিতে ২৯ (১০ লাখ) এবং ‘জি’ক্যাটাগরিতে ৪৫ জন (৫ লাখ) আছেন।

নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিযোগি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবেন। আর বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই।

রংপুর রাইডার্স

রিটেইন
স্থানীয়: নুরুল হাসান সোহান, শেখ মাহদি ও হাসান মাহমুদ।

বিদেশি: নিকোলাস পুরান ও আজমতউল্লাহ ওমরজাই।

সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: সাকিব আল হাসান।

সরাসরি যে সব বিদেশি যোগ দিয়েছেন: বাবর আজম, ইনসানউল্লাহ (পাকিস্তান), মাথিসা পাতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), ব্রেন্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট স্ট্রাইকার্স

রিটেইন: মাশরাফি মর্তুজা, জাকির হাসান, তানজিম সাকিব।

সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: নাজমুল হোমেসন শান্ত।

খুলনা টাইগার্স

রিটেইন: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

সরাসরি দলে নেয়া স্থানীয় ক্রিকেটার: এনামুল হক বিজয়।

সরাসরি দলে নেয়া বিদেশি ক্রিকেটার: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান) ও ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা)।

ফরচুন বরিশাল

রিটেইন: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ ও সৈয়দ খালেদ আহমেদ।

বিদেশি ক্রিকেটার: ইব্রাহীম জাদরান।

সরাসরি যোগ দেয়া ক্রিকেটার: শোয়েব মালিক, ফাখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি (পকিস্তান), পল স্টার্লিং (আয়ারল্যান্ড)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

রিটেইন: শুভাগত হোম, জিয়াউর রহমান, নাহিদুজ্জামান।

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

সরাসরি দলে যোড় দেয়া: শহিদুল ইসলাম।

কুমিল্লা ভিক্টেরিয়ান্স

রিটেইন: লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।

বিদেশী ক্রিকেটার: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান ), সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)।

সরাসরি দলে যোগ দেয়া স্থানীয় ক্রিকেটার: তাওহিদ হৃদয়।

সরাসরি স্বাক্ষর করা বিদেশি: মইন আলি (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, নাসিম শাহ (পাকিস্তান), রশিদ খান ও নুর আহমেদ (আফগানিস্তান)।

দুরন্ত ঢাকা

রিটেইন: তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

সরাসরি সাইন করা স্থানীয় ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন সৈকত ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।