বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। বিশেষ করে বিপিএলের আম্পায়ারিং নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়ে থাকে। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় খেলোয়াড়দের মধ্যে বেশ অসন্তোষ দেখা যায়।
বিপিএলের গত আসরেও ছিল না ডিআরএস। তবে এবারের আসরের শুরু থেকেই ক্রিকেটের এই আধুনিক প্রযুক্তিটি পাওয়া যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার নিশ্চিত হওয়া গেলো, বিপিএলে প্রথম ম্যাচ থেকেই থাকছে ডিআরএস।
শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
এদিকে ডিআরএস প্রসঙ্গে সিলেট স্ট্রাইকার্সের টপঅর্ডার ব্যাটার মোহাম্মদ মিঠুন বলেেছেন, ‘বিপিএলে ডিআরএস যেহেতু নতুন। প্রথম ম্যাচ থেকেই থাকছে, এটার সঙ্গে আমাদের অভ্যস্ততা তৈরি হওয়া জরুরি। আমরা সেই চেষ্টা করব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।