আগের আসরগুলোর তুলনায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন মাত্রা পাওয়ার কথা থাকলেও, খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে, ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্বহীন আচরণের ফলে ২০২৫ বিপিএল হয়তো সবচেয়ে বিতর্কিত আসরের তালিকায় উঠে আসবে।
এই পরিপ্রেক্ষিতে বিষয়টি যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারিশ্রমিক ইস্যুতে গঠিত ‘সত্যানুসন্ধান কমিটি’ সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএল একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০২৫ বিপিএলকে নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সোপান হিসেবে সাজানো হয়েছে। প্রধান উপদেষ্টা বিপিএল উন্নয়নে বেশ কিছু উদ্ভাবনী ধারণা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিশ্রমিক সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। চুক্তি অনুযায়ী যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা বিসিবি, বিপিএল এবং দেশের সম্মানের জন্য হানিকর হতে পারে। তাই এই বিষয়গুলো যথাযথভাবে পরীক্ষা করতে তিন সদস্যের একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করা হয়েছে।
এনএসসির পরিচালক (ক্রীড়া) এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব এবং এনএসসির সহকারী পরিচালক (ক্রীড়া)। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এবারের বিপিএলে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে দুর্বার রাজশাহী। দলটির বিদেশি খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ায় একটি ম্যাচ বর্জন করেছিলেন, যা টুর্নামেন্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বাধ্য হয়ে কর্তৃপক্ষ শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে ম্যাচটি সম্পন্ন করে। একইভাবে, পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগ ওঠে চিটাগং কিংসের বিরুদ্ধেও।
তবে এত বিতর্কের পরও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্তের উদ্যোগ নিয়েছে এবং ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
প্রসঙ্গত, চলতি বিপিএল গত ৩০ ডিসেম্বর শুরু হয় এবং ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।