ঢাকাMonday , 2 December 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

BDKL DESK
December 2, 2024 12:59 pm
Link Copied!

আসন্ন বিগ ব্যাশের এবারের আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। তবে বিপিএলের কারণে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের।

এদিকে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করেছে হোবার্ট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোবার্ট হ্যারিকেন্সে ডাক পান এই বাংলাদেশি।

তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। একেতো জাতীয় দলের ঠাসা সূচি এবং একই সময়ে বিপিএলের আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও পরে জানা যায়, আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। কিন্তু শেষ পর্যন্ত তার তাসমান পাড়ের দেশে যাওয়া হচ্ছে না আর।

হোবার্ট হারিকেন্সের পরিবর্তিত স্কোয়াড

চুক্তিবদ্ধ খেলোয়াড় : ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখিল (আফগানিস্তান), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

হেড অব স্ট্র্যাটেজি : রিকি পন্টিং
কোচ : জেফ ভন

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।