দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে ক্রিকেট মানেই বাড়তি উচ্ছ্বাস–উল্লাসে ভরপুর পরিস্থিতি। হোক না সেটি আন্তর্জাতিক কিংবা বিপিএলের কোনো ম্যাচ। ঘরের মাঠে খেলা দেখতে কখনো কার্পণ্য করেন না সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা। আর সেটি যদি হয় ছুটির দিনে, তাহলে তো আর কথা–ই নেই। ঢাকা পর্বের ৮ ম্যাচেও দর্শকদের কম-বেশি উপস্থিতি ছিল। তবে সিলেটে বিপিএলের ম্যাচ গড়াতেই গ্যালারি এখন ‘হাউসফুল’!
আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ। সেখানে আবারও মাতোয়ারা দেখা গেছে দর্শকের। এদিন জুমার পরপরই মাঠে আসতে থাকেন দর্শকরা। বেলা যত গড়াতে থাকে, ততই গ্যালারিতে বাড়তে থাকে দর্শকের সংখ্যা। যদিও দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ ছিল। তারপরও দর্শক সংখ্যা নেহায়েত কম ছিল না।
ব্যাট-বলের লড়াই তারা সমস্বরে উপভোগ করেছেন। দিনের দ্বিতীয় ম্যাচকে ঘিরেও অপেক্ষায় ছিলেন দর্শকরা। কারণ ঘরের মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে সিলেট স্ট্রাইকার্স।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।