ভুটান প্রিমিয়ার লিগে এবারও বাংলাদেশি নারী ফুটবলারদের জয়জয়কার। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লাল-সবুজের তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার। তিনি ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড-এর হয়ে মাঠে নামবেন।
এই ক্লাবটির হয়ে খেলছেন আরও দুই বাংলাদেশি। গোলরক্ষক রুপণা চাকমা এবং ডিফেন্ডার মাসুরা পারভিন। তারা ইতোমধ্যেই ক্লাবটির সঙ্গে যুক্ত হয়েছেন। তবে কৃষ্ণার ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় কিছুটা দেরিতে ভুটানে যাচ্ছেন তিনি।
২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষ্ণা রাণী সরকার গতি, শুটিং ও ড্রিবলিংয়ে বরাবরই প্রশংসিত। তবে একসময় ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান তিনি। ধীরে ধীরে ফিরলেও পুরোনো ছন্দে পুরোপুরি ফিরতে পারেননি। এবার ভুটানের লিগে খেলেই নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নামবেন কৃষ্ণা।
ভুটান প্রিমিয়ার লিগে এবার তিনটি ক্লাবে খেলবেন মোট ১০ জন বাংলাদেশি নারী ফুটবলার।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ মাতাবেন কৃষ্ণা রাণী, রুপণা চাকমা, মাসুরা পারভিন। পাহরো এফসির হয়ে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া, মনিকা এবং থিম্পু সিটির হয়ে সানজিদা, মারিয়া, শামসুন্নাহার।
ভুটানে নারীদের ক্লাব ফুটবলে বাংলাদেশি ফুটবলারদের প্রভাব বাড়ছে দিন দিন। গত বছর এএফসি নারী ক্লাব চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছিল ভুটানের রয়েল থিম্পু কলেজ, যেখানে খেলেছেন বাংলাদেশের তিন ফুটবলার। যদিও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নারী ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়নি।
এদিকে, জুনের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাইপর্ব কিংবা এর আগের কোনো প্রীতি ম্যাচে ব্রিটিশ কোচ পিটার বাটলার বাংলাদেশ দলের জন্য কারও ডাক দিলে, সংশ্লিষ্ট ফুটবলারদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।