বিপিএলে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে। নিয়মানুযায়ী, একাদশে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক হলেও, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বয়কট করেন।
সন্ধ্যায় ম্যাচ হলেও রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকেই গুঞ্জন ছিল যে রাজশাহী তাদের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে সমস্যা থাকায় ম্যাচ বর্জন করতে পারে। এরপর, মোহাম্মদ হারিস এবং রায়ান বার্লদের ছাড়াই রাজশাহী মাঠে নামেন। জানা যায়, শেষ মুহূর্তে বিসিবি বিদেশি ক্রিকেটারদের মাঠে আনার চেষ্টা করলেও তা সফল হয়নি।
বিপিএলের নিয়মানুযায়ী, প্রতিটি ম্যাচে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় থাকতে হয়, তবে বিশেষ পরিস্থিতির কারণে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটি রাজশাহীকে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে খেলার অনুমতি দিয়েছে।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানান, ‘দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এটা নিয়ে আলোচনা চলছে। আমরা বিষয়টি চিহ্নিত করার চেষ্টা করছি এবং বিসিবির দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’
তিনি আরও বলেন, ‘বিদেশি ক্রিকেটাররা মাঠে না আসায় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দেয়া যাবে না।’
বিসিবি জানিয়েছে, এই বিষয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে এবং ভবিষ্যতে বিপিএলকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিপিএলের নিয়ম বলছে, বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরের যেকোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে নূন্যতম দুইজন বা সর্বোচ্চ ৪ জন বিদেশি নিয়ে মাঠে নামতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।