ঢাকাFriday , 10 November 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

বিদায়ী ডোনাল্ডকে নিয়ে যা বললেন হাথুরু

Sahab Uddin
November 10, 2023 6:57 pm
Link Copied!

গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে এই পেস বোলিং কোচের। অনেকেই দাবি করছেন প্রধান কোচের সঙ্গে মতবিরোধ রয়েছেন ডোনাল্ডের। তবে পারিবারিক কারণ দেখিয়েই ছেড়ে যাচ্ছেন ডোনাল্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে ডোনাল্ডের চলে যাওয়া নিয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘আমি জানি না কি আলাপ হচ্ছে। আমি যতটা জানি বিশ্বকাপের পর কয়েকজন কোচের চুক্তি শেষ হচ্ছে।’

সম্প্রতি ম্যাথিউসকে করা টাইমড আউট নিয়ে বিদেশী এক গণমাধ্যমে মন্তব্য করেন ডোনাল্ড। যা নিয়ে টাইগার টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ।তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘না, আমার সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি তার।’

তবে ডোনাল্ডের কাজের প্রশংসা করে হাথুরু বলেন, ‘আমরা আসলে এই ম্যাচের পর কথা বলতাম তার সঙ্গে। কিন্তু সে এখানে আসার পর থেকে অসাধারণ কাজ করেছে। আমাদের পেস বোলারদের সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। দলের সার্বিক সাফল্যেও তার ভূমিকা ছিলো। সে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব নিয়ে এসেছিল দলে। কোচ হিসেবে সে ছিল দারুণ এক সংযুক্তি। তার মতন অভিজ্ঞ একজনের সঙ্গে কাজ করা মিস করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।