আবারও বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাথা গরম করে পানি ছুড়লেন টেলিভিশনের এক ক্যামেরাম্যানকে। খেলা শেষ হওয়ার পর পর্তুগালের অধিনায়কের এই আচরণের সমালোচনা শুরু হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আটকেও গেল রোনালদোর ক্লাব আল নাসর। আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে আসেন রোনালদো। প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিয়ম করতেও দেখা যায়নি তাঁকে।
মাঠ ছাড়ার সময় রোনালদোকে ক্যামেরাবন্দি করছিলেন সম্প্রচারকারী চ্যানেলের এক ক্যামেরাম্যান। মাঠের বাইরে চলে আসার পরে সাইড বেঞ্চের সামনে খুব কাছ থেকে রোনালদোর ছবি তুলছিলেন তিনি। ম্যাচ ড্র হওয়ায় বিরক্ত রোনালদো তাতে মেজাজ হারান। মাঠের বাইরে দাঁড়িয়ে পানি খাচ্ছিলেন। খানিকটা পানি ওই ক্যামেরাম্যানের দিকে ছুড়ে মারেন। এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।
প্রতিযোগিতায় গ্রুপের প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না রোনালদো। খেলা চলার সময়ও একাধিকবার তাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল। খেলা শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় হতাশা মাথা নাড়তে দেখা গিয়েছিল তাকে। সে সময় ওই চিত্রগ্রাহক তাকে অনুসরণ করার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রোনালদো চলে যেতে বলার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান চিত্রগ্রাহক। ফলে ঘটনাটি বেশি দূর গড়ায়নি। যদিও এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।