ঢাকাMonday , 16 December 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজয় দিবসে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের নারীরা

BDKL DESK
December 16, 2024 2:45 pm
Link Copied!

বিজয় দিবসে ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও এলো জয়। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আশা ম্যাচে বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করে ০ উইকেটে ১২২ রান করে। জবাবে ৮ উইকেটে ৯৪ রান করতে পারে লঙ্কানরা।

বাংলাদেশের দেয়া ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভারে ২ উইকেট হারালেও ৪৭ রান তুলে ফেলে লঙ্কানরা। কিন্তু ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার রানের চাকা মন্থর করে দেয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট শিকার করতে থাকলে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা।

শেষ ১০ ওভারে ৪৭ রান তুলতে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া ২ ওভারে ১২ রানে ৩ উইকেট শিকার করেন। ফারজানা এবং নিশি ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় আফিফার ঝুলিতে।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় বলেই জুয়াইরিয়া ফেরদৌসকে বিদায় করেন সেওয়ান্ডি। তবে দ্বিতীয় উইকেটে ইভা এবং সুমাইয়া আক্তার সুবর্ণা ভালো জুটি গড়েন। ৩৬ বলে ৪৪ রান যোগ করেন তারা। ১৯ ব বলে ৩ চারে ১৮ রান করা ইভাকে বিদায় করে এই জুটি ভাঙেন হ্যান্সিকা।

২১ বলে ৩ চার ও ১ ছয়ে ২৪ রান করা সুবর্ণা বিদায় নেন দলীয় ৬০ রানের মাথায়। সেই ওভারের শেষ বলে জান্নাতুল মাওয়াকেও (৬) বিদায় করেন মেথসারা। পরের ওভারে থালাগুনে বিদায় করেন অধিনায়ক সুমাইয়াকে (১)। ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

জুনিয়র টাইগ্রেসরা উদ্ধার পায় আফিফা আসিমা এবং সাদিয়া আক্তারের জুটিতে এই জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় টাইগ্রেসরা। ১১০ রানের মাথায় এই জুটি ভাঙে সাদিয়ার বিদায়ে। সেওয়ান্ডির বলে আউট হওয়ার আগে ২৫ বলে ১ চার ও ৩ ছয়ে ৩১ রান করেন তিনি।

শেষ ১০ বলে টেল এন্ডারদের নিয়ে আরও ১২ রান যোগ করেন আসিমা। নবম উইকেট হিসেবে বিদায়ের আগে ২৩ বলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি।

শ্রীলঙ্কার পক্ষে সেওয়ান্ডি ৩ ওভারে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। মেথসারা এবং থালাগুনে ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি হ্যান্সিকার দখলে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।