ঢাকাSunday , 17 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজয় দিবসে যা বলছেন ক্রীড়াঙ্গনের তারকারা

Sahab Uddin
December 17, 2023 12:42 am
Link Copied!

সারাদেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের গর্বের এই মুহূর্ত নানান আয়োজনে পালিত হচ্ছে সারা দেশে। ক্রীড়াঙ্গনেও নানান আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা ব্যক্ত করেছেন নিজেদের অনুভূতি। জানিয়েছেন দেশের প্রতি ভালোবাসার কথা। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া ৩০ লাখ মানুষ ও আড়াই লাখ সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি জানিয়েছেন সম্মান।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এই দিনে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক। এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশীকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

টাইগারদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মুশফিকুর রহিম এই মুহূর্তে আছেন নিউজিল্যান্ডে। সেখান থেকেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুশফিক লিখেছেন, ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যারা পরাধীনতার আধার ঘুচিয়ে এনেছিলো বিজয়ের আলো।
সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। Happy victory day, Bangladesh! ‘

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার ওপেনার লিটন দাসও। সিরিজ খেলতে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে আছেন তিনিও।

বিজয় দিবসে শুভেচ্ছা জানাতে ভুলেননি নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি লিখেছেন, ‘বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫২ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।’

সবার আগে দেশ- এমনটাই মনে করেন ন্যাশনাল চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা। তাই তো বিজয়ের দিনে লিখেছেন, ‘সবার আগে দেশ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।