ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট বিশ্ব। প্রায় একই সময়ে চলছে চারটি দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সর্বশেষ ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে। একসঙ্গে কয়েকটি টুর্নামেন্ট চলমান থাকায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট থেকে দলে ভেড়ানো সব ক্রিকেটারকে ঠিক সময়ে পাচ্ছে না। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) শেষ হতেই এবার দেশটির এক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দু’দিন আগেও বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিটের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জস ব্রাউন। একইসঙ্গে লিগটির ইতিহাসে তিনি এক ম্যাচে সর্বোচ্চ ১২টি ছক্কা মারারও রেকর্ড গড়েন। আজ তার দল ব্রিসবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে বিগ ব্যাশের ফাইনালে মুখোমুখি হয়েছে। অর্থাৎ, তার বিবিএলের ব্যস্ততা শেষ, এবার তিনি যোগ দেবেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামে।
এদিন ফাইনালেও সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমে ব্রাউন ৩৮ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। যা ব্রিসবেনের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। পরবর্তীতে তারা নির্ধারিত ওভারে ১৬৭ রানের লক্ষ্য দেয় সিডনি। জবাবে ব্যাটিং ব্যর্থতায় সিডনি থেমেছে মাত্র ১১২ রানে। ৫৪ রানে জিতে বিগ ব্যাশের ১৩তম আসরের চ্যাম্পিয়ন ব্রাউনের দল ব্রিসবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।