দেশের ক্রীড়াঙ্গনের আতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) । এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলায় সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের আরো উৎসাহ প্রদানের জন্য এবার সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করছে বিকেএসপি। ২০২৩ সালে সেরাদের সেরা হয়েছেন যৌথভাবে হকির হোজাইফা হোসেন ও ক্রিকেটার মারুফা আক্তার।
বিকেএসপি ২১ ডিসিপ্লিনে বিভাগ ভিত্তিক সেরার পুরস্কার দিয়েছে। সেরাদের মধ্যে সেরা পেয়ে থাকেন ব্লু পদক। এর আগে জাতীয় আরচ্যার দিয়া সিদ্দিকী বিকেএসপি ব্লু পেয়েছিলেন। এবারই প্রথমবার যৌথভাবে ব্লু প্রদান করা হয়েছে।
হকির হোজাইফা গতকাল অনুষ্ঠানে ব্লু পদক গ্রহণ করলেও মারুফা নিতে পারেননি। মারুফা নারী ক্রিকেট দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। মারুফা ও হোজাইফা দুজনই অসাধারণ পারফরম্যান্স করায় এবার যৌথভাবে ব্লু প্রদান করা হয়েছে।
হোজাইফা একাদশ শ্রেণির ছাত্র হলেও বাংলাদেশের হকির সর্বোচ্চ পর্যায় এশিয়ান গেমসে খেলছেন। উষা ক্রীড়া চক্রের প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রয়েছে তার অবদান। এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টেও তিনি বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানোর পেছনে ভূমিকা রেখেছেন।
মারুফা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলের অপরিহার্য সদস্য। নারী দলে ইতোমধ্যেই একাধিক ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই পেসার। বিশেষ করে মারুফার গেম স্পিরিট আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রশংসনীয়।
গতকাল বিকেএসপি ক্যাম্পাসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গত কয়েক বছর আগে পাশ করে যাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। এদের মধ্যে অন্যতম অ্যাথলেটিক্সে দ্রুততম মানবী শিরিন আক্তার, বক্সিংয়ে সুর কৃষ্ণ চাকমা, বাস্কেটবলে খালেদ মাহমুদ আকাশসহ আরো অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।