দারুণ সময় কাটছে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমার। লা লিগায়, রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে এক ম্যাচ আগেই পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। কোপা ডেল র ‘র সেমিফাইনাল পর্বের দ্বিতীয় লেগে বুধবার রাতে ফের তিন গোল করেছেন এই ফরাসি তারকা ফুটবলার। তাতেই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার সঙ্গে পেরে উঠেনি রিয়াল মাদ্রিদ। হেরে যায় ১-০ গোল ব্যবধানে। তাই ফাইনাল নিশ্চিত করতে হলে অন্তত দুই গোলের জিততে হতো করিম বেনজেমাদের। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সাকে ৪-০ গোল ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। শিরোপা নির্ধারণী ম্যাচে ওসাসুনার বিপক্ষে লড়বে রিয়াল।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদলের ফুটবলাররা। তবে খেলার বার্সেলোনার প্রভাব ছিল একটু বেশিই। এরপরও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। উল্টো প্রথমার্ধের অন্তিম মুহুর্তে গোল পেয়ে বসে রিয়াল। যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
এক গোলে পিছিয়ে থাকা বার্সেলোনায় দ্বিতীয়ার্ধের খেলায় গতি বাড়াতে থাকে। সেই সুবাদে গোলের বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করে দলটি। কিন্তু এরপরও মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। এদিকে ম্যাচের ৫০তম মিনিটে নিজের প্রথম গোল করেন করিম বেনজেমা। তাতেই ব্যবধান ২-০ করে রিয়াল মাদ্রিদ।
আর ৫৮তম মিনিটে স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন বেনজেমা। ফঁক কেসিয়ে বক্সে ভিনিসিউসকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল সফরকারীরা। কিন্তু করিম বেনজেমার মাথায় তখনও গোলের নেশা। ম্যাচের ৮০তম মিনিটে বার্সালোনার জালে আরও একবার বল পাঠান তিনি। তাতেই টানা দুই ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। আর ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম লেগে অবশ্য নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। তাতে ৪-১ গোল গড়ে জিতে ফাইনালে উঠে যায় লস ব্লাঙ্কোরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।