সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা নাগাদ তার কন্যা পৃথিবীর মুখ দেখেছে। লিটন দাসের বাবা হওয়ার খবরটি জানা গেছে তার পরিবারসূত্রে।
লিটন নিজেও ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘ছোট্ট রাজকন্যার আগমনে আমরা ধন্য হয়েছি। মা ও শিশু দুজনই ভালো আছে। অনুরোধ রইল, আমাদের জন্য দোয়া করবেন।’
বিশ্বকাপের মাঝে দুইবার দেশে ফিরে এসেছিলেন লিটন দাস। বিসিবির পক্ষ থেকে পারিবারিক কারণ বলা হলেও গুঞ্জনটা তখন থেকেই ছিল। অবশেষে কন্যা সন্তানের মুখ দেখলেন লিটন-সঞ্চিতা দম্পতি।
চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। বিসিবির সূত্র মতে, স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। বুধবার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ড সিরিজের দলের অনুমোদন দেয়ার কথা ছিল বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার অনুমোদনের ওপরই নির্ভর করছে লিটন প্রথম টেস্ট থেকে ছুটি পাবেন কিনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।