ক্রীড়া লেখক–সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। সেই সংগঠনে বাবার পর ছেলেও সভাপতি হওয়ার বিশেষ কীর্তি ঘটেছে আজ (বুধবার)। প্রয়াত সাংবাদিক বদিউজ্জামান বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ছিলেন। তার ছেলে রেজওয়ান উজ জামান (রাজীব) আজ সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাবা-মায়ের পথ ধরে অনেকে খেলোয়াড়, কোচ ও সংগঠক হয়েছেন। তদ্রুপ ক্রীড়া সাংবাদিকতাতেও অগ্রজের হাত ধরে এসেছেন অনুজরা। দৈনিক ইত্তেফাক ও ক্রীড়াজগতে ক্রীড়া সাংবাদিকতা করেছেন বদিউজ্জামান। সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া বিষয়ক বইও লিখেছেন এই গুণী ব্যক্তিত্ব। বাবার মৃত্যুর পর ক্রীড়া সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন রেজওয়ান উজ জামান। বাবার কর্মস্থল ইত্তেফাকেই তার হাতেখড়ি। এরপর গত এক যুগ ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি বাবার মতো সাংগঠনিক দক্ষতাও অর্জন করেছেন তিনি। অবশ্য ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন একবার। আজ সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বিএসপিএ’র আজীবন সদস্য বিমান ভট্টাচার্য্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোয়নপত্র জমা পড়ায়, সবাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মো. সামন হোসেন (দৈনিক মানবজমিন)।
দু’জন সহ-সভাপতি পদে কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন। দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল২৪)। অর্থ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সামীউর রহমান (দৈনিক দেশ রুপান্তর)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোরায়রা তামিম (একুশে টিভি)।
নির্বাচিত নয়জন কার্যনির্বাহী সদস্য হলেন— খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি)।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৩ ও নির্বাচন ২০২৪-২০২৫ আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ১৮৭ জন সদস্য। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর তিন জন সদস্য মোফাখখারুল ইসলাম দিলখোশ, ইয়াহিয়া মুন্না ও জিয়াউদ্দিন সাইমুম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।