বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০১৮ সাল থেকে এই সীমাবদ্ধতা আরোপ ছিল।
এর আগে বাফুফের ওপর ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ থাকলেও অর্থ প্রদান অব্যাহত ছিল ফিফার। তবে নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন এসব কেটে গেল।
শুক্রবার বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর সভাপতি তাবিথ আউয়ালের চেষ্টা আর স্বচ্ছ কার্যক্রমে ফিফা এই সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে। আগামীতেও যেন আর্থিক বিষয়ে স্বচ্ছতা থাকে, সর্বোচ্চ সচেষ্ট থাকবে বাফুফে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।