বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। ২০২২ সালে তার অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। দীর্ঘ সময় বাফুফের কোনো দায়িত্বে না থাকার পর, ছোটন এবার বাফুফের এলিট একাডেমির কোচ এবং ইয়ুথ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এক বছর এই পদে থাকবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছোটন। তিনি বলেন, নতুনভাবে আবার এখানে এলাম। আগের মতো কাজ করতে পারব। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকে আমার লক্ষ্য থাকবে।
এর আগে ২০২৩ সালের মে মাসে নারী দলের কোচের দায়িত্ব ছাড়েন ছোটন এবং এরপর বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলের কোচ হিসেবে কাজ করেন। সেই সময়, স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পাওয়ার কারণে নারী দলের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। এবার বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি নাসের জাহেদি তার কাজের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছোটন। তিনি বলেন, আমরা ফুটবলারের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাব।
বাফুফে সূত্র জানায়, ছোটনের দায়িত্ব গ্রহণের পর এলিট একাডেমির কার্যক্রম আবার নতুন উদ্যমে শুরু হবে। আগে একাডেমির কোচ ছিলেন পিটার বাটলার, কিন্তু নারীদের কোচ হিসেবে যোগ দেয়ার পর একাডেমির কাজ থেমে গিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।