জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে প্রধান কোচ পিটার বাটলার। এই দলে বিদ্রোহী ৯ ফুটবলার এবং তিনজন নতুন মুখ অন্তর্ভুক্ত করেছেন তিনি। দলে জায়গা হয়নি সাফজয়ী পাঁচ ফুটবলার—সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী এবং সানজিদা আক্তারের।
গত ৩০ জানুয়ারি বাফুফে ক্যাম্পে থাকা ১৮ জন খেলোয়াড় সাবিনা খাতুনের নেতৃত্বে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তারা কোচের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বাফুফে সভাপতির কাছে চিঠিও দিয়েছিলেন। তবে বিদ্রোহীদের মধ্যে ৯ জন এই দলে ফিরলেও অনেকে জায়গা ধরে রাখতে পারেননি। বিদ্রোহী ৯ খেলোয়াড় হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র এবং মোসাম্মত সাগরিকা।
গত বছর আরব আমিরাতের খেলা স্কোয়াডের ১১ জন খেলোয়াড় এই দলে স্থান পেয়েছেন- আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা এবং নবীরণ খাতুন।
দল নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেছেন, ‘অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে দল করা হয়েছে। গত ছয় মাসের পারফরম্যান্স, ইনজুরির ইতিহাস, খেলার দর্শন-স্টাইল, শৃঙ্খলা, সোশ্যাল মিডিয়া এক্টিভিটিজ সব কিছুই বিবেচনা করা হয়েছে।’
সাবিনা-মাসুরা বৃটিশ কোচ বাটলার হটাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বাফুফের উদ্যোগে সেটা সমঝোতা হলেও দল নির্বাচনে অনেকের ধারণা কোচ সেটারই প্রতিশোধ নিয়েছেন। তাই কোচকে দল ঘোষণারন সংবাদ সম্মেলনে সরাসরি জিজ্ঞাসা করা হয়- সাবিনা, মাসুরা ট্যাকনিক্যাল-ট্যাকটিক্যাল বাদ নাকি ইগোগত কারণে? এর উত্তরে বাটলার বলেন, ‘তথ্য ও রেফারেন্সের ভিত্তিতেই আমি দল গড়েছি। কৃষ্ণা প্রায় দেড় বছরে খেলেনি। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি। নীলা ইনজুরিতে, সুমাইয়া জাতীয় দলে তেমন খেলেনি।’
নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি এবং ফরোয়ার্ড উমেলা মারমা।
জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ৩১ মে স্বাগতিক জর্ডান এবং ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই টুর্নামেন্ট এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত এই বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ নারী ফুটবল দল মঙ্গলবার সকাল ১০টায় জর্ডানের উদ্দেশে রওনা দেবে। এই সফরে দলটি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করবে।
২৩ সদস্যের দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন, উমেলা মারমা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।