ঢাকাMonday , 5 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা শ্রীলঙ্কার

BDKL DESK
May 5, 2025 5:58 pm
Link Copied!

জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, ১৭ জুন গলে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৫ জুন কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল।

এরপর কলম্বোয় ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শেষ ম্যাচটি হবে পাল্লেকেলে। তিনটি ম্যাচই রাখা হয়েছে দিবা-রাত্রীর।

টি-২০ তিনটি হবে তিন ভেন্যুতে। এর মধ্যে ১০ জুলাই পাল্লেকেলে সিরিজের প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় হবে দ্বিতীয় টি-২০। ১৬ জুলাই শেষ টি-২০ খেলবে দুই দল। ম্যাচটি হবে কলম্বো।

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা ১৩ জুন দেশ ছাড়বেন। সিরিজ শেষ করে ১৭ জুলাই দেশে ফিরবেন। অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এক মাসের বেশি সময় শ্রীলঙ্কায় থাকবেন ফিল সিমন্সের শিষ্যরা।

বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। সেখান থেকে যাবে পাকিস্তান। ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ খেলবে নাজমুল শান্তর দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।