চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে ভারতের প্রস্তুতির তৃতীয় দিন ছিল রবিবার। শুরুতে মিডল অর্ডার ব্যাটাররা অনুশীলন করেন। লোকেশ রাহুল, রিশাভ পান্ত ও ধ্রুব জুরেল নিজেদের ঝালিয়ে নেন। বাংলাদেশের স্পিনারদের সামলাতে স্পিনে কিছুটা সময় কাটান পান্ত। তবে এদিন আলোচনায় এসেছেন বিরাট কোহলি। বিকালের সেশনে অনুশীলনে নেমে তিনি দেয়াল ভেঙেছেন!
ব্যাটিং অনুশীলনের সময় ছক্কা মারেন কোহলি। ড্রেসিংরুমের কাছে বল আঘাত করলে ভেঙে যায় দেয়াল। বলের আকারের বড় গর্ত তৈরি হয়। এই ঘটনা রিপোর্ট করেছে ব্রডকাস্টার জিও সিনেমা। চেন্নাইয়ে তারা অনুশীলন সেশন কাভার করছিল। ১৯ সেপ্টেম্বর এই মাঠেই শুরু হবে দুই টেস্টের সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ভারত এখন পর্যন্ত অজেয়। ১৩ ম্যাচ খেলে ১১টায় জিতেছে তারা, ড্র দুটি। এবার পাকিস্তানের মাঠে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা নাজমুল হোসেন শান্তর দল ভারতকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আত্মবিশ্বাসী এই দলের বিপক্ষে প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখছে না রোহিত শর্মারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।