বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ১৫ সদস্যের দলে নেই পেস অলরাউন্ডার জেসন হোল্ডার। তার জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপ।
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ারও, আলজারি জোসেফ।
আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর তিনটি ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এই দু’দল।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।