নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে ১১ ওভারের বেশি মাঠে গড়ায়নি ম্যাচটি। ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন একজন নারী আম্পায়ার।
প্রথমবার বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেল একজন নারী আম্পায়ারকে। তার নাম কিম ডায়ানা কটন। ৪৬ বছর বয়সী এই নিউজিল্যান্ডের নারী আম্পায়ার চলতি বছরের এপ্রিলে ছেলেদের ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্বে আসেন।
এর আগে তিনটি টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন কিম। এর মধ্যে দুটিতে তিনি ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়। এছাড়া ফিল্ড ও টিভি আম্পায়ার মিলিয়ে মেয়েদের ২৭টি ওয়ানডে ও ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে গত ১৪ ডিসেম্বর আইসিসির দুই পূর্ণ সদস্য দলের ছেলেদের ক্রিকেটে আম্পায়ারিংয়ে দায়িত্ব পালন করেন ওয়েস্ট ইন্ডিজের জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচটি খেলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ওমান ও নামিবিয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।