ঢাকাFriday , 24 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-ভারত মহারণ আজ

parag arman
March 24, 2023 7:52 am
Link Copied!

সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে আজ শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সন্ধ্যা সোয়া সাতটায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে দুপুর সোয়া তিনটায় রাশিয়ার প্রতিপক্ষ ভুটান।

এটি হবে টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটনাকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সুচনা করলেও দ্বিতীয় ম্যাচে আসরের অতিথি দল শক্তিশালী রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আজও উপমহাদেশের আরেক ফুটবল পরাশক্তি ভারতের মোকাবেলা করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে অধিনায়ক রুমা আক্তারের দলকে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে এই মুহূর্তে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তালিকার শীর্ষে থাকা ভারতেরও সংগ্রহ তিন পয়েন্ট। তবে তারা বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিফা র‌্যাংকিংয়ের ১৪০ তম স্থানে থাকা বাংলাদেশ তৃষ্ণা রানী ও থুইনু মারমার জোড়া গোলে ভুটানকে বিধ্বস্ত করলেও পরের ম্যাচে আর পেরে উঠেনি ইউরোপীয় ফুটবল শৈলিতে অভ্যস্ত দীর্ঘদেহী রুশ মেয়েদের সঙ্গে। যদিও তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে গেছে স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য ৩-০ গোলে পরাজয়ে বাধ্য হয় ছোটনের শিষ্যরা।

সাধারণত সাফের টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের সম্ভাবনা থাকলেও এবার ভারতের বিপক্ষে লড়াই করা খুব একটা সহজ হবেনা তাদের জন্য। অবশ্য নিজেদের মাটিতে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি অনুপ্রেরনা যোগাবে রুমা আক্তারদের। টুর্নামেন্টে ভারতীয়দের ফেভারিট বলা হলেও সেরাটা দিয়ে সেখান থেকেই ভালো কিছু অর্জন করতে চায় বাংলাদেশ।

এই টুর্নামেন্টকে সামনে রেখে ১ জানুয়ারি থেকেই সিনিয়র দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ নারী দল।
অবশ্য ফিফা র‌্যাংকিংয়ের ৬১তম অবস্থানে থাকা ভারতীয় নারী দলও ফেভারিট হিসেবে টুর্নামেন্টে শুভ সুচনা করেছে। গত সোমবার শিলজি শাহজির হ্যাট্রিকে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে। এখন বাংলাদেশের বিপক্ষেও জয়ের ওই ধারা অব্যাহত রাখতে চায় প্রতিবেশী দেশটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।