বাংলাদেশ দলের দম ফেলার ফুসরত নেই। বর্তমানে টাইগাররা আছে শ্রীলঙ্কায়। পূর্ণাঙ্গ সেই সিরিজ শেষ হবে ১৬ জুলাই। সেদিনই ঢাকায় আসবে পাকিস্তান দল। ২০ জুলাই থেকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজ শুরু হবে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাকিস্তান সফরে গিয়ে গত মে-জুন মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। শুরুতে ওই সিরিজে পাঁচ ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে দুটি ম্যাচ কমিয়ে আনা হয়।
সেই সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ (৩-০) হয় বাংলাদেশ। এফটিপির অন্তর্ভুক্ত না হলেও পাকিস্তানের সঙ্গে আলোচনা করে ফিরতি সিরিজ ঠিক করে বাংলাদেশ। সেই সিরিজটিরই সূচি ঘোষণা হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।