বিশ্বকাপে প্রায় পাঁচ দিনের লম্বা বিরতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। লম্বা ছুটিতে অনুশীলন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ না থাকলেও ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার মধ্যে ফুটবল বিশ্বকাপের প্রাক-বাছাই খেলেছে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে লাল-সাবুজের জার্সিধারীরা।
এই জয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।যেখানে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো বড় দলের বিপক্ষে।
জাতীয় ফুটবল দলের এমন অর্জনে তাদের শুভেচ্ছা জানাতে ভুলেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার খ্যাত তামিম ইকবাল খান। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জামাল ভূঁইয়াদের শুভেচ্ছা জানান তিনি।
তামিম বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, এটি বড় এবং উদযাপন করা আবশ্যক!!! অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে।
উল্লেখ্য, ভারতে বসা চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। ইনজুরির অজুহাতে তাকে ছাড়াই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। অবশ্য তা নিয়ে কম জল ঘোলা হয়নি। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জয়েও শুভেচ্ছা জানিয়েছেন তামিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।