ঢাকাSaturday , 19 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

BDKL DESK
April 19, 2025 9:47 pm
Link Copied!

বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল রোববার মাঠে গড়াচ্ছে। খেলা শুরুর একদিন আগে আজ শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ক্রেইগ আরভিন।

আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ।

সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল আগেভাগেই সিলেটে পৌঁছে প্রস্তুতি সেড়ে নিয়েছে। মাঠের পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধার কমতি নেই। প্রস্তুতি শেষে প্রেস ব্রিফিংয়ে নিজেদের সেরাটা দিয়ে প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশার কথা জানালেন দুই দলের অধিনায়ক।

এবারের সিরিজটি সম্প্রচার করছে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। মাঠে গিয়ে খেলা দেখতে কিনতে হবে ৫০ টাকা মূল্যে ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ার টিকেট। জুলাই অভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের নামে স্থাপিত শহীদ তুরাব স্ট্যান্ডের (পূর্বের ওয়েস্টার্ন গ্যালারি) টিকিটও ৫০ টাকায় কেনা যাবে।

সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়াও ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে সফরকারীরা।

টেস্ট ফরম্যাটে মোট ১৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যার মধ্যে বাংলাদেশ আটটিতে জিতেছে এবং সাতটিতে হেরেছে। বাকি তিনটি টেস্ট ড্র হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।