বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ অধ্যায় শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। তবে, নিজ দেশে গিয়ে খুব বেশি সময় নিলেন না আবার কাজে জড়াতে। এবার তিনি জুটি বাধলেন বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন সাদা বিদ্যুৎ হিসেবে পরিচিত সাবেক এই প্রোটিয়া পেসার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একাধিক পোস্ট শেয়ার করে ডিপি ওয়ার্ল্ড লায়ন্স ডোনাল্ডের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
লায়ন্সের কোচিং স্টাফে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাসিম আমলাও আছেন। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন আমলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।