ঢাকাMonday , 12 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘বাংলাদেশ ক্রিকেট দলে যুক্ত হওয়ার এখনই সময়’, বললেন শন টেইট

BDKL DESK
May 12, 2025 10:25 pm
Link Copied!

পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব শন টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই অজি কোচের সঙ্গে চুক্তি হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। চলতি মাসের শেষের দিকেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টেইট আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের অন্যতম দ্রুততম বোলার হিসেবে পরিচিত। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে সব মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার।

পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের (টেস্ট দল) জাতীয় দলে বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি কাজ করেছেন বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ইংলিশ কাউন্টিতে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। ২০১২-১৩ মৌসুমে দলটির হয়ে খেলেছেও তিনি।

নিয়োগ পাওয়ার পর টেইট বলেন, ‘এখন বাংলাদেশ ক্রিকেট দলে যুক্ত হওয়ার উপযুক্ত সময়। এটি যেন এক নতুন যুগের সূচনা। বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যা খুবই ইতিবাচক। তবে এটা উন্নয়নমূলক দল নয়, এটা আন্তর্জাতিক ক্রিকেট—এখানে প্রতিভার সঙ্গে ফলও প্রত্যাশিত হয়। আমার মূল লক্ষ্য থাকবে পেসারদের পারফরম্যান্সের উন্নয়ন ও দলের জয় বাড়ানো।’

তিন যোগ করেছেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগটাও দারুণ রোমাঞ্চকর। সামনে একটি দারুণ যাত্রা অপেক্ষা করছে, সেটার জন্য মুখিয়ে আছি।’

এই নিয়োগের মাধ্যমে টাইগারদের বোলিং ইউনিটে নতুন বার্তা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে উদীয়মান তরুণ পেসারদের নিয়ে আশার আলো দেখছে দেশের ক্রিকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।