ঢাকাSunday , 17 November 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ : কবে কখন কোথায় খেলা

BDKL DESK
November 17, 2024 10:08 pm
Link Copied!

সাম্প্রতিক হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপে পৌঁছে গেছে টিম টাইগার্স। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে সফরকারীরা।

সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল টাইগাররা। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিহ হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

টেস্ট সিরিজের সূচি
২২-২৬ নভেম্বর ১ম টেস্ট রাত ৮টা অ্যান্টিগা
৩০-০৪ ডিসেম্বর ২য় টেস্ট রাত ৯টা জ্যামাইকা

ওয়ানডে সিরিজের সূচি
০৮ ডিসেম্বর ১ম ওয়ানডে রাত ৭ টা ৩০ মিনিট সেন্ট কিটস
১০ ডিসেম্বর ২য় ওয়ানডে রাত ৭ টা ৩০ মিনিট সেন্ট কিটস
১২ ডিসেম্বর ৩য় ওয়ানডে রাত ৭ টা ৩০ মিনিট সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৬ ডিসেম্বর ১ম টি-২০ ভোর ৬টা সেন্ট ভিনসেন্ট
১৮ ডিসেম্বর ২য় টি-২০ ভোর ৬টা সেন্ট ভিনসেন্ট
২০ ডিসেম্বর ৩য় টি-২০ ভোর ৬টা সেন্ট ভিনসেন্ট

*বাংলাদেশ সময় অনুযায়ী

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।