বাংলাদেশ হারালো ভারতকে, আরব আমিরাত পাকিস্তানকে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টা অপ্রত্যাশিত না হলেও, আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে জিততে পারে, অনেকেই ভাবেননি।
তবে ঘরের মাঠে গ্রুপপর্বে আরব আমিরাত হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সেটি যে অঘটন ছিল না, সেমিফাইনালেই তা প্রমাণ করেছে স্বাগতিকরা।
দুবাইয়ের এসিসি একাডেমিতে লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে আরব আমিরাত। এবারই প্রথমবার তারা উঠলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।
অন্যদিকে এসিসি একাডেমির দুই নম্বর মাঠে বাংলাদেশ ৪ উইকেট আর ৪৩ বল হাতে রেখে হারিয়েছে ভারতকে।
এতে করে একই দিনে বিদায় হয়ে গেছে ভারত আর পাকিস্তানের। ফাইনালে লড়বে বাংলাদেশ-আরব আমিরাত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।