ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুক্রবার (৩১ অক্টোবর) মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। কিন্তু ঘন কুয়াশার কারণে ভেজা মাঠটি খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।
সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘসময় অপেক্ষার পরও মাঠ ভেজা থাকায় ম্যাচটি শুরু করা যায়নি। শেষ পর্যন্ত এক বল মাঠে না গড়াতেই বাতিল হয়ে যায় ম্যাচ। এর আগে প্রথম ওয়ানডেতে ম্যাচটিও আলোক স্বল্পতার কারণে শেষ করা যায়নি।ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয়া আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রানের সংগ্রহ দাঁড়ায়। ১৩৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন উজাইরউল্লাহ নিয়াজাই, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন দুর্দান্ত বোলিং করে ৫৭ রান খরচায় একাই ৫টি উইকেট শিকার করেন।
২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়, হারিয়ে ফেলে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। দলীয় ৬০ রানে রিফাত বেগও ফিরে যান। তবে এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি ও রিজান হক। এই দুই ব্যাটার মিলে ১৩৯ রানের মূল্যবান জুটি গড়েন।
কালাম সিদ্দিকি ১১৯ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলে বিদায় নিলে ক্রিজে নামেন মোহাম্মদ আব্দুল্লাহ। রিজান হক ৯৬ বলে ৭৫ ও আব্দুল্লাহ ১৯ বলে ১২ রানে অপরাজিত থাকাকালে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তখন ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয় এবং বাংলাদেশকে ৫ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

