ঢাকাWednesday , 5 July 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

parag arman
July 5, 2023 12:57 am
Link Copied!

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।

আগামীকাল বুধবার দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এছাড়া ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের পর সিলেটে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে দুই দলে স্কোয়াড।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

আফগাস্তিান ওয়ানডে দল: হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ, রশিদ খান, আব্দুল রহমান, শহিদুল্লাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।