ব্যর্থ বিশ্বকাপ শেষে বাংলাদেশের কোচিং স্টাফে পরিবর্তন আসছে বেশ কয়েক জায়গায়। তার মধ্যে পেস বোলিং কোচ এবং স্পিন বোলিং কোচ ভারত থেকেই ফিরে গিয়েছিলেন নিজ নিজ দেশে। অ্যালান ডোনাল্ড এবং রঙ্গনা হেরাথ বিসিবির সঙ্গে আর চুক্তি বাড়াতে ইচ্ছুক নন বলে জানা গেছে।
তবে হেরাথের চুক্তি চলতি মাসের শেষ দিন পর্যন্ত। যে কারণে সাবেক এই লঙ্কান আবারও আসছেন বাংলাদেশে। আজ বুধবারই তার বাংলাদেশে আসার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।
জানা গেছে, দেশে আসার পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য কয়েক দিন কাজ করবেন দলের সঙ্গে। এরপর আবারো ফিরে যাবেন নিজ দেশে। হেরাথের জায়গায় এই সিরিজের জন্য স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকবেন দেশি কোচ সোহেল ইসলাম।„
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।