টাইগারদের বিপক্ষে প্রথমবারের মত পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ বাংলাদেশে পৌঁছেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ২৭ দিনের দীর্ঘ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং এক ম্যাচের টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর সরাসরি সিলেট চলে যায় আয়ারল্যান্ড দল। সিলেটের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ যথাক্রমে ১৮, ২০ এবং ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৭, ২৯ ও ৩১ মার্চ। ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।