ঢাকাThursday , 16 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশে আসতে মুখিয়ে হামজা

BDKL DESK
January 16, 2025 10:36 pm
Link Copied!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন। গতকাল তিনি ও বাফুফের আরেক সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ লেস্টার সিটি স্টেডিয়ামে সৌজন্য সাক্ষাৎ করেছেন হামজা চৌধুরির সঙ্গে। খেলার পর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে হামজা ও তার পরিবার প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচের টিকিট পাওয়া বেশ কঠিন কাজ। মৌসুমের শুরুতেই সমর্থক ও ক্লাবের রেজিস্টার্ড ব্যক্তিরা একেবারে সব টিকিট কেটে রাখেন। বাফুফে সভাপতি ও নির্বাহী সদস্যকে গতকাল লেস্টার সিটি ম্যাচের টিকিট দিয়েছেন হামজার পরিবারই। শুধু টিকিট নয়, খেলার আগে-পরে আথিতেয়তাও করেছেন বলে জানান ইমতিয়াজ হামিদ সবুজ, ‘ফুটবলারদের পরিবারের জন্য ফ্যামিলি লাউঞ্জ রয়েছে। আমরা সেই লাউঞ্জে বসেই খেলা দেখেছি। হামজার বাবা-মা অত্যন্ত আন্তরিক। তারা আমাদের খেলার আগে ও পরে এন্টারটেইন করেছেন।’

হামজা গতকালের ম্যাচ খেলতে পারেননি। খেলার পর হামজা স্টেডিয়ামেই পরিবার ও বাফুফে কর্তাদের সময় দিয়েছেন। হামজা ইংল্যান্ডে খেললেও তার মধ্যে বাঙালিপনায় মুগ্ধ হয়েছেন বাফুফে কর্তারা, ‘হামজা ইংল্যান্ডে বেড়ে উঠলেও তার মধ্যে বাঙালিপনা আছে। আমাদের সঙ্গে মাঝে-মধ্যে বাংলাতেও কথা বলেছে। তারা বাবা-মা তাকে বাঙালি আবহেই বড় করেছেন ইংল্যান্ডে।’

হামজার বাবা-মা দুই জনেরই স্বপ্ন– তার ছেলে বাংলাদেশের জার্সি পরে খেলবে। সেই স্বপ্নের খুব দোরগোড়ায় হামজা। সকল আনুষ্ঠানিকতা শেষ, এখন শুধু মাঠে নামারই অপেক্ষা। এই তর সইছে না হামজারও। বাফুফে সদস্য সবুজ বলেন, ‘সে বাংলাদেশে আসার জন্য খুবই মুখিয়ে রয়েছে। বাংলাদেশ দলের মার্চের ম্যাচ ভারতের বিপক্ষে, এটি তিনি জানেন। বাংলাদেশে এসে একদিন তিনি গ্রামের বাড়িতেও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো অত্যন্ত পেশাদার। জাতীয় দলের ম্যাচের সময় ক্লাব-ফেডারেশন দ্বন্দ্বও হয়। তাই চাইলে বাংলাদেশ হামজাকে ক্যাম্পের শুরু থেকে সব সময় পাবে না। এই বাস্তবতা মেনেই বাফুফে সভাপতি হামজার পরিবারককে আশ্বস্ত করেছেন, ‘বাফুফের পক্ষ থেকে যতটুকু করার হামজার জন্য পুরোটাই করা হবে। হোটেল, বিমানসহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতাই দেখাবে বাফুফে।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।