বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের আঞ্চলিক স্পনসর হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও ওয়ালটনের মধ্যে এই আঞ্চলিক স্পনসরশিপ চুক্তি ঘোষণা করা হয়। এএফএ ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর ফলে ওয়ালটন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো। দেশটির ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার কোনো ব্র্যান্ড আর্জেন্টিনা দলের স্পনসর হলো।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, আর্জেন্টিনা জাতীয় দল সবসময় বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন অনুভব করেছে। ওয়ালটনের মতো প্রতীকী ব্র্যান্ড আমাদের নতুন আঞ্চলিক স্পনসর হওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস ও ফুটবলপ্রেম আমাদের অনুপ্রেরণা দেয়। ২০২৬ বিশ্বকাপের আগে এই অংশীদারিত্ব আমাদের বৈশ্বিক যাত্রাকে আরও শক্তিশালী করবে।
ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল আলম বলেন, ফুটবল এমন একটি খেলা যা পুরো বিশ্বকে এক করে। আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বজুড়ে তারকা ও দক্ষতায় অনন্য। বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা অসাধারণ। তাই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের অংশীদারিত্ব আমাদের জন্য গর্বের। এটি ক্রীড়া ও বিনোদনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে।
এএফএর বাণিজ্যিক ও বিপণন পরিচালক লিয়ান্দ্রো পিটারসেন বলেন, গত কয়েক বছর ধরে আমরা বৈশ্বিক সম্প্রসারণের পথে কাজ করছি। চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের পর এবার বাংলাদেশে ওয়ালটনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের ব্র্যান্ড আরও শক্তিশালী হচ্ছে। ওয়ালটনের ব্যবহারকারীরা এখন আর্জেন্টিনার খেলোয়াড়দের আরও কাছ থেকে জানার সুযোগ পাবেন।
এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ও এএফএ বাংলাদেশের ভক্তদের জন্য আয়োজন করবে বিশেষ প্রচারণা, স্বাক্ষরিত জার্সি উপহার, এক্সক্লুসিভ কনটেন্ট এবং আর্জেন্টিনা দলের সঙ্গে সংযুক্ত অনন্য অভিজ্ঞতা।
২০২৬ বিশ্বকাপের আগে এই অংশীদারিত্বকে দুই প্রতিষ্ঠানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

