মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলো বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনে এসে দ্বিতীয় দিনের সেই ধার আর দেখা গেল না। নতুন রূপে দেখা দিল আয়ারল্যান্ড। লরকান টাকারের সেঞ্চুরি এবং ম্যাকবিন-টেক্টরের ফিফটিতে হতাশায় দিন কাটল টাইগারদের। দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান তুলে ১৩১ রানের লিড পেল আইরিশরা।
১৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। পরে দলের হাল ধরেন পিটার মুর ও হ্যারি টেক্টর। ৪ উইকেটে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলায় শেষ করেছিলো সফরকারীরা।
তৃতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার। দিনের শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন মুর ও টেক্টর। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন পিটার মুর। আউট হওয়ার আগে ৭৮ বলে ১৬ রান করেছেন তিনি।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে মাটি কামড়ে ব্যাট করছেন দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার হ্যারি টেক্টর ও লরকান টাকার। দুজন মিলে গড়েন ৭২ রানের জুটি। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন টেক্টর। এরপর ব্যক্তিগত ৫৬ রানে তাইজুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
সপ্তম উইকেট জুটিটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশার। এ সময় অ্যান্ডি ম্যাকব্রিনকে সঙ্গে নিয়ে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন উইকেটকিপার ব্যাটার লরকান টাকার। সেই সঙ্গে দলীয় স্কোরও বাড়াতে থাকেন তারা। দুজন মিলে ১১১ রান তুললে ইনিংস হার এড়িয়ে লিড নিতে থাকে সফরকারীরা। এদিকে অভিষেক ম্যাচে সেঞ্চুরি তুলে নেন টাকার। ইবাদত হোসেনের বলে আউট হওয়ার পূর্বে করেন ১০৮ রান। পরের উইকেটে নেমে ১৩ রান করেন আদায়ের।
এরপর গ্রাহাম হুমকে সঙ্গে নিয়ে দিনশেষ করেন অ্যান্ডি ম্যাকব্রিন। মাঠ ছাড়ার আগে হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ৭১ রানে। হুম মাঠ ছাড়েন ১৩ রানে। চতুর্থ দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।