ঢাকাWednesday , 19 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের সেমিতে খেলার সুযোগ দেখছেন অ্যামব্রোস

BDKL DESK
June 19, 2024 3:21 pm
Link Copied!

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করলেও, সেই সংখ্যাটা এখন নেমে এসেছে ৮ দলে। যাদের প্রত্যেকের এখন লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। বাংলাদেশের লক্ষ্যও আলাদা কিছু হওয়ার কথা নয়। তবে সেটি করতে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। হারাতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের মধ্যে অন্তত দুটি দলকে। বাংলাদেশ কি সেটা পারবে? ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস অবশ্য সুযোগ দেখছেন সবারই। তবে সেটা সম্ভব করতে নিজেদের দিনে সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশ দলকে।

গ্রুপপর্বে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচেও দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। শেষ বলে ম্যাচ হেরেছিল ৪ রানের ব্যবধানে। এমন লড়াইয়ের পর তাই সমর্থকরা বাংলাদেশ দলকে নিয়ে স্বপ্ন দেখছেন সেমিতে খেলার। অ্যামব্রোসের ভাবনা কি শেষ চার নিয়ে।

এমন প্রশ্নে অ্যামব্রোস বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। টি-টোয়েন্টিতে ভবিষ্যদ্বাণী করা খুবই কঠিন কাজ। আমার অভিজ্ঞতা বলে নিজেদের দিনে যেকোনো দলই একে অন্যকে হারিয়ে দিতে পারে। এ কারণে কে কে সেমিফাইনাল খেলবে, এটা ভবিষ্যদ্বাণী করা কঠিন। আমরা এরই মধ্যে সেটা দেখেছি। আমি কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না।’

শেষ চার দলের একটি বাংলাদেশ হতে পারে কিনা এমন প্রশ্নে অ্যামব্রোস বলেন, ‘বাংলাদেশও যেতে পারে সেমিফাইনালে, অবশ্যই (বাংলাদেশ খেলতে পারে সেমিফাইনাল)। কারণ, প্রতিটি দলের সমান সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। হ্যাঁ, (এই আট দলের মধ্যে) চারটা দল উঠবে। তবে এই আট দলের প্রতিটির সমান সুযোগ শেষ চারে ওঠার। কারণ, এরা সবাই একে অন্যকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। এটাই টি-টোয়েন্টির ধর্ম।’

সুপার এইটে গ্রুপ ১ এ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেই ম্যাচটি মাঠে গড়াবে ২১ জুন ভোর ৬ টা ৩০ মিনিটে। এরপর পরদিন ২২ জুন রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার এইটের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৫ জুন ভোর সাড়ে ৬ টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।