পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়। অষ্টমবারের চেষ্টায় অবশেষে সফল হলো আফগানিস্তান। ওয়ানডেতে এর আগে কখনো পাকিস্তানকে না হারানো আফগানরা বিশ্বকাপে ২টি ম্যাচেই জয়ের স্বাদ পেলো। আর এমন মধুর উদযাপনের দিনে নবির কণ্ঠে আক্ষেপের সুর। কারণ প্রথম ম্যাচের হারটা তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি। জেতা উচিত ছিল সেই ম্যাচটি। কিন্তু আমরা অর্ধেক এসে গেছি টুর্নামেন্টের। আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রচুর পরিশ্রম করতে চাই আমরা। দর্শকরা আমাদের যেভাবে সমর্থন দিয়েছে তারা অসাধারণ। আশা করি পুনেতেও এমন সমর্থন পাবো।’
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে নবি ব্লেন, ‘বড় একটি মুহূর্ত পুরো দলের জন্য এমনকি পুরো আফগানিস্তানের জন্য। আমরা গত ১০-১২ বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বড় মঞ্চে পাকিস্তানকে হারাবো। আমরা শেষ তিন মাস অনেক পরিশ্রম করেছি আজকের এই সুন্দর দিনটির জন্য। আমরা প্রথমে ইংল্যান্ড ও আজ পাকিস্তানকে হারালাম। আমাদের সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লক্ষ্য তাড়া করেও জিততে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।