আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) শুরু হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নিগার সুলতানা। শততম টি টোয়েন্টি খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান।
মিরপুরে এমন উজ্জীবিত বাংলাদেশকে দেখার কথা ছিল। কর্মব্যস্ত, প্রাণচঞ্চল হয়ে উঠত হোম অব ক্রিকেট। হাতছাড়া হয়েছে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন আর খেলার সুযোগ।
যা হবার হয়েছে। পেছনে না তাকিয়ে মাঠের পারফরম্যান্সেই নতুন কিছু করে দেখাতে চায় টাইগ্রেসরা। সে স্বপ্ন নিয়ে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের নবম আসর।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।
বাংলাদেশ কোচ হাসান তিলকারত্নে বলেন, ২০০ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। সবাই এই টুর্নামেন্টের দিকে চেয়ে আছে। আশা করি মেয়েরা তাদের ভালো ক্রিকেট উপহার দিবে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি একমাত্র জয়। তাও এক দশক আগে, ২০১৪ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল লাল সবুজ। স্কটিশদের বিপক্ষে জয়ে নতুন যাত্রার সূচনা করতে চায় অধিনায়ক নিগার সুলতানার দল। স্কটল্যান্ড প্রথমবার খেলছে বিশ্বকাপ। তাদের বিপক্ষে কখনও না হারার আত্ম্ববিশ্বাসও কাজে লাগানোর প্রত্যাশা বাংলাদেশের।
বাংলাদেশ অধিনায়ক বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে যতবার খেলেছি ততবারই অবশ্য আমরা জয় পেয়েছি। যেটা আমাদের একটা গুড সাইন। তবুও কোনো দলকে সহজভাবে নেয়ার অবকাশ নেই। কেননা প্রতিটি দল তাদের যোগ্যতার প্রমাণ দিয়েই এখানে এসেছে। সবার মধ্যেই ম্যাচ জয়ের ক্ষুধা রয়েছে।
বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর আরব আমিরাত টুর্নামেন্ট আয়োজনের সুযোগ লুফে নেয়। দুবাই ও শারজায় ২০ অক্টোবর পর্যন্ত ২৩ ম্যাচের আসর। ১০ দলের ক্রিকেট অ্যাকশন এবার বাড়তি মাত্রা যোগ করেছে আইসিসির এক ঘোষণায়। ২২৫ শতাংশ বাড়িয়ে পুরুষদের সমান প্রাইজমানি দেয়া হবে নারীদেরও। বৈষম্যহীন আইসিসি ইভেন্টে বাংলাদেশ নারী দলের উপরও প্রত্যাশা অনেক।
তবে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দল থাকতে কাজটা চ্যালেঞ্জিং। সর্বাধিক ছয়বার শিরোপা জিতেছে অজি নারীরা। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে একবার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।