নারী এশিয়া কাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী দল। প্রথমে বিকেএসপিতে, এরপর মিরপুর শের-ই বাংলায়। আগামীকাল (মঙ্গলবার) এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে আজ (সোমবার) মিরপুরে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে।
এশিয়া কাপের আগে সবশেষ দুই সিরিজে ভালো খেলতে না পারা প্রসঙ্গে হাসান বলেন, ‘আমাদের প্রথমে মেনে নিতে হবে, আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলিনি। তবে আমার সে আত্মবিশ্বাস আছে যে তাদের মধ্যে ভালো করার দক্ষতা ও সামর্থ্য আছে।’
সাম্প্রতিক সিরিজগুলোয় ভালো খেলতে না পারার কারণও ব্যাখা করেছেন হাসান। জ্যোতিদের এই শ্রীলঙ্কান কোচ জানান, ‘আমি মনে করি এটা ব্যর্থতায় ভয়। আমরা সবাই জানি ওরা প্রত্যেকেই ভিন্ন জায়গা থেকে এসেছে। ওদেরকে আমাদের সাহস দিতে হবে। আমরা সম্প্রতি ভালো খেলছি না ঠিক আছে, তবে দলের সামর্থ্যেও আমার আস্থা আছে।’
এক বছর পর জাতীয় দলে ফিরেছেন জাহানারা আলম-রুমানা আহমেদ। সে প্রসঙ্গে প্রধান কোচ হাসানের ভাষ্য, ‘নির্বাচকরা কিন্তু কারও দরজাই বন্ধ করেননি। ওই দুজন অভিজ্ঞ ক্রিকেটার প্রিমিয়ার লিগে খুব ভালো করেছে। এটা প্রতিযোগিতার বিষয়। ওরা যেহেতু ভালো করেছে, তাই সুযোগ পেয়েছে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৯ জুলাই পর্দা উঠছে নারী এশিয়া কাপের এবারের আসরের। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনেই (২০ জুলাই) জ্যোতির দল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।