দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। ইতোমধ্যেই টুর্নামেন্ট উপলক্ষে দল ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলগুলো। তবে বিশ্বকাপের জন্য প্রথমিক দল নির্ধারণ করলেও এখনই প্রকাশ করেনি বিসিবি। এদিকে আজ বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।
বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। আগামীকাল থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের এই সিরিজ। প্রথম ম্যাচে কাল মাঠে নামবে দুই দল। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত।
তিনি বলেন ‘ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি এটাই গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে বিল্ড আপ করছি এসবই আসলে গুরত্বপূর্ণ। তবে এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না। দারুণ প্রতিযোগীতাপূর্ণ সিরিজ হবে কারণ তারাও অনেক ভালো দল।’
একই সঙ্গে টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল বলে কিছু নেই জানিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে কিন্তু বড় দল ছোট দল বলে কিছু নেই, উগান্ডার সঙ্গে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়েই কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো ওইভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমি দেখি না।’
টাইগারদের অধিনায়ক আরও জানিয়েছেন, গত শ্রীলঙ্কা সিরিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের স্কোয়াড থেকেই নির্ধারণ করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে। নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।